Monday, August 10, 2015

Indian Visa Etoken Time and Date Update

  1. Home
  2. Indian Visa Appointment Date Time And Tips
  3. OTP Page&Html Codes
  4. About
  • indianvisa bangladesh Website:-

     Click


              Date & Time 31-08-2015

    Today Date and Time Release For:- 

    Dhaka Mission (Off-Friday, Saturday):-

    Time:- 11:45:40am

    Bangladesh Chittagong Mission():-

      Time:- 11:45:40am

    Rajshahi Mission(Off-Tuesday,Wednesday):-

      Time:- 11:45:40am

     

     

    Best Top Browser To Get Appointment Date:-
     -- Just Click Now--


    Useful Add-Ons:-
    -- Just Click Now--

    আলমগীর হোসেন আকাশ's photo.



    Best ISP To get appointment Date: 
    Some Stong ISP Here:.............See
    1.Qubee Wimax 
    2.Teletalk 3G 
    3.GrameenPhone 3G
    4.Banglalion Wimax
    5.Airtel 3G
    6.Broad Band Internet
    7. Zoom Ultra Internet 
    Speed Needed:  Minimum 512kbps Upto 2mbps better. 
    Windows: 

    Windows7 / Windows 8 / Win. XP 

     

      Security-Question-Answar
1. Arrange in alphabetical order VQGAF =afgqv
    সঠিকভাবে সাজিয়ে বা গুছিয়ে রাখা
2. Multiply 2 with 7 = 14
         গুন
3. which is greater 6 or 2 ? =6
                   বড় কোনটি
4. Which is smaller 4 or 7 ? = 4
                    ছোট কোনটি?
5. Reverse the number 3670 = 0763
6. Reverse the string YRPOA = AOPRY
      বিপরীত সংখ্যা
7. Add 8 to 2 = 10
জোগ
8.what is the natural color of banana? ans: YELLOW
9.what is the natural color of tomato? ans: RED
10.what is the natural color of milk? ans: WHITE
11.what is the natural color of Apple? ans: RED
12.what is the natural color of sun? ans: YELLOW
13.what is the natural color of mango? ans: YELLOW
14. How many days are there in january ? = 31
15. How many days are there in February ? = 28
16. How many days are there in March ? = 31
17. How many days are there in April ? = 30
18. How many days are there in May ? = 31
19. How many days are there in June ? = 30
20. How many days are there in July ? = 31
21. How many days are there in August ? = 31
23. How many days are there in september ? = 30
24. How many days are there in October ? = 31
25. How many days are there in November ? = 30
27. How many days are there in December ? = 31



Thursday, August 6, 2015

  •  Indian Visa Appointment Date Time And Tips

    indianvisa bangladesh Website 

    Click


              Date & Time 31-08-2015

    Today Date and Time Release For:- 

    Dhaka Mission (Off-Friday, Saturday) :-

    Time:- 11:45:40am

    Bangladesh Chittagong Mission :-

      Time:- 11:45:40am

    Rajshahi Mission(Off-Tuesday,Wednesday):-

    Time:- 11:45:40am

    Best Top Browser To Get Appointment Date:-
     -- Just Click Now--


    Useful Add-Ons:-
    -- Just Click Now--

    আলমগীর হোসেন আকাশ's photo.

    Best ISP To get appointment Date: 
    Some Stong ISP Here:.............See
    1.Qubee Wimax 
    2.Teletalk 3G 
    3.GrameenPhone 3G
    4.Banglalion Wimax
    5.Airtel 3G
    6.Broad Band Internet
    7. Zoom Ultra Internet 
    Speed Needed:  Minimum 512kbps Upto 2mbps better. 
    Windows: 

    Windows7 / Windows 8 / Win. XP 

     

      Security-Question-Answar :-
    সঠিকভাবে সাজিয়ে বা গুছিয়ে রাখা
2. Multiply 2 with 7 = 14
         গুন
3. which is greater 6 or 2 ? =6
                   বড় কোনটি
4. Which is smaller 4 or 7 ? = 4
                    ছোট কোনটি?
5. Reverse the number 3670 = 0763
6. Reverse the string YRPOA = AOPRY
      বিপরীত সংখ্যা
7. Add 8 to 2 = 10
জোগ
8.what is the natural color of banana? ans: YELLOW
9.what is the natural color of tomato? ans: RED
10.what is the natural color of milk? ans: WHITE
11.what is the natural color of Apple? ans: RED
12.what is the natural color of sun? ans: YELLOW
13.what is the natural color of mango? ans: YELLOW
14. How many days are there in january ? = 31
15. How many days are there in February ? = 28
16. How many days are there in March ? = 31
17. How many days are there in April ? = 30
18. How many days are there in May ? = 31
19. How many days are there in June ? = 30
20. How many days are there in July ? = 31
21. How many days are there in August ? = 31
23. How many days are there in september ? = 30
24. How many days are there in October ? = 31
25. How many days are there in November ? = 30
27. How many days are there in December ? = 31

Facebook post :-

প্রথমেই বলে রাখি, আমি কোন সফ্টওয়্যার বিক্রি করছি না। তাই কেউ ভুল বুঝবেন না। এখানে অনেকেরই ডেট তোলার সফ্টওয়্যার সম্পর্কে ভুল ধারণা আছে। এই ধারণাটা পরিবর্তন হওয়া দরকার। আমি কিছু উদাহরণের মাধ্যমে ব্যাপারগুলো বলছি।
১। সফ্টওয়্যার বলে কিছু নাই। সব ভুয়াঃ
কথাটা সম্পূর্ণ সত্য না। সফ্টওয়্যার অবশ্যই আছে। এবং তা ভালই কাজ করে। কারণ আপনি মেনুয়ালি যত তারাতারি কাজ করতে পারবেন, সফ্টওয়্যার তার চাইবে হাজারগুণ দ্রুত কাজ করবে।
২। সফ্টওয়্যার থাকলে অনেক ডেট পাওয়া যায়ঃ
এই কথাটাও সম্পূর্ণ সত্য না। সফ্টওয়্যার কোন ম্যাজিক জানে না। আপনি মেনুয়ালি যদি 'Connection Reset' পান, তাহলে সফ্টওয়্যারও একই মেসেজ পাবে। সফ্টওয়্যার কোন দৈব শক্তিতে এই Error ঠিক করতে পারবে না। পার্থক্য হল, আপনি অনেকবার চেষ্টা করার পর যখন সঠিক পেইজটি পাবেন, তখন ওই পেইজের সব তথ্য পুরন করে পরবর্তি পেইজে যেতে সময় লাগবে কমপক্ষে ৩-১০ সেকেন্ড। কিন্তু সফ্টওয়্যার এই কাজ করবে ১ সেকেন্ডেরও কম সময়ে। তাছাড়া আপনার IP Address থেকে মিনিটে কতবার হিট করা হচ্ছে তা ওয়েবসাইট Count করে, তাই অতিরিক্ত দ্রুত গতিতে Refresh করলে IP Address ব্লক হয়ে যাবে।
৩। সফ্টওয়্যার ৩০০ - ৩০০০ টাকাতে বিক্রি হয়ঃ
এটা একেবারেই সত্য না। একটা সফ্টওয়্যার তৈরি করতে যথেষ্ট সময় ও মেধার প্রয়োজন। তা ছাড়া একটা কার্যকর সফ্টওয়্যার প্রতিদিন যথেষ্ট ডেট ধরতে পারে। তাই বিক্রি না করলেও প্রতিদিন কমপক্ষে ১০০০-১০,০০০টাকা আয় করা যায়। অর্থাৎ সপ্তাহে ৫,০০০ থেকে ৫০,০০০টাকা। এত টাকা যখন এমনিতেই পাওয়া যাচ্ছে, তখন ওই সফ্টওয়্যার কেউই এত কম দামে বিক্রি করবে না। বিক্রি করলেও এত বেশি দাম চাইবে, যে সাধারণ Worker দের মাথা খারাপ হয়ে যাবে। তাই অল্প দামে সেউ সফ্টওয়্যার বিক্রি করতে চাইলে বুঝতে হবে সেটা ভূয়া। যদি কেউ এত কষ্টের ফল অন্যকে দিতে চায়, তাহলে তা বিনামূল্যে দিবে, কারণ তার কাছে ২-৩হাজার টাকা কোন ব্যাপার না।
৪। সফ্টওয়্যার এক-কালিন মূল্যে পাওয়া যাবেঃ
এটাও ভুল, আপনাকে সফ্টওয়্যার-এর জন্য যে যত টাকাই বলুক, সফ্টওয়্যার এককালিন মূল্যে বিক্রি করা সম্ভব না। কারণ যেহেতু ওয়েবসাইট প্রত্যেকটা IP Address এর প্রতি মিনিটের হিট কাউন্ট করে এবং ব্লক করে দেয়, তাই সফ্টওয়্যার এর জন্য একাধিক VPN/VPS কিনতে হয়। এইগুলোর জন্য প্রতি মাসে ভাড়া দিতে হয়। যদি এইগুলোর জন্য মাসে মাসে টাকা দিতে হয়, তাহলে আপনার কাছে কিভাবে কেউ এক-কালিন টাকায় সফ্টওয়্যারটা দিবে?
৫। সফ্টওয়্যার পাইলে আমারে আর পায় কে!!!
না, ব্যাপারটা এত সহজ না, এতকিছুর পরেও আপনি যদি সফ্টওয়্যার পেয়ে যান। তাহলেও খুব বেশি খুশি হওয়ার প্রয়োজন নেই। কারণ সেটি বেশিদিন কাজ করবে না। ভিসা ওয়েবসাইট ২-৩ দিন পরপর কিছু না কিছু পরিবর্তন হয়, যার বেশিরভাগই সাথারণ চোখে ধরা পরে না। এগুলো সফ্টওয়্যারকে অকেজো করে দেয়। তাই সফ্টওয়্যার নিয়মিত আপডেট করতে হয়। তাই আপনি যদি সফ্টওয়্যার পেয়েও যান, তবে দ্রুত ডেট ধরুন। কারণ এটা বেশিদিন কাজ করবে না।
আশা করি আমার পোষ্টটা আপনাদের ধারণাকে কিছুটা হলেও পরিবর্তন করেছে।

বাট আমি এখন পর্যন্ত ইন্ডিয়ান ভিসার সফটওয়্যার চোখেই দেখি নি !